শুক্রবার, ১৭ জুলাই, ২০১৫

"কখন পশিলে হৃদয়ে আমার" (প্রথম মোহন্ত মহারাজ শ্রীমৎ হরিপদ বন্দ্যোপাধ্যায় বিরচিত।) কখন পশিলে হৃদয়ে আমার জানিতে আমারে দাও নি; গোপনে আমায় ভাল যে বেসেছ বুঝিতে আমি তা পারি নি হৃদয়ের মাঝে আসন তোমার, পাতা আছে তা দেখি নি। বিনা আহ্বানে বসেছ সেখানে ডাকিতে আমার হয় নি। তুমি যে আমার এত কাছে থাক হৃদয়নিভৃতমন্দিরে, ঘুম-ঘোর মোর কেটে গেল আজি তোমার চরণ মঞ্জিরে; হৃদয়ের রাজা হৃদয়-আসনে বসে আছ দিবা যামিনী, পরশে তোমার হৃদি শতদল শিহরে উঠিল অমনি। আর নহি একা হৃদয়ের সখা হৃদয়-কমলে বসিয়ে; দেখে মোর ব্যথা পাও মন-ব্যথা, ব্যথা দিতে আস মুছায়ে, দাও প্রভু, দাও শকতি আমায়, তোমার চরণে প্রণমি। তোমার চরণ পরশে এ প্রাণ ধন্য হইবে এখনি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন