শনিবার, ১১ জুলাই, ২০১৫

একবার শ্রীশ্রী ঠাকুর বিমলাপদ বাবুকে সঙ্গে লইয়া রেল যোগে কোন এক গন্তব্য স্থানে যাইতেছিলেন। একজন সাহেবের সঙ্গে তাঁহাদের আলাপ হয়। সাহেব বাংলা জানেন না, বুঝেনও না। ঠাকুর মহাশয়কে সাহেব ভদ্রলোক নানা প্রশ্ন করিতে শুরু করিলেন। বিমলাপদ বাবু প্রথমে উভয়ের মধ্যে দোভাষীর কাজে ঠাকুরকে সহায়তা করার চেষ্টায় ছিলেন। কিন্তু আশ্চর্য্যের সঙ্গে তিনি লক্ষ্য করিলেন যে ঠাকুর মহাশয় তাঁহার ওই প্রচেষ্টাকে উপেক্ষা করিয়া স্বয়ং সেই সাহেব ভদ্রলোকের সমস্ত প্রশ্নের উত্তর পূর্ব্ব বঙ্গীয় বাংলায় দিয়া যাইতেছেন। সাহেব তাঁহার নিজস্ব ভাষা ইংরাজিতে ঠাকুর মহাশয়কে নানাহ প্রশ্ন করিয়া চলিয়াছেন। ঠাকুর খাঁটি পূর্ব্ব বঙ্গীয় ভাষায় ঠিক ঠিক উত্তর দিয়া যাইতেছেন। উভয়ের কোনরূপ অসুবিধাই হইতেছে না দেখিয়া বিমলাপদ বাবুর বিস্ময়ের অবধি রহিল না।
ছন্নাবতার শ্রীশ্রী রামঠাকুর
শ্রী সদানন্দ চক্রবর্তী
পৃষ্ঠা: ৪৩৯

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন