এক কায়স্থের কন্যার বিয়ে হচ্ছে না শুনে শ্রীঠাকুর এক ব্রাহ্মণের ছেলের
মাকেই বলে বসলেন, "মা আপনার ছেলের জন্য ঐ মেয়েটিকে ঘরে আনেন না কেন?"
-"বাবা, আমরা যে ব্রাহ্মন।"
-"ও তাতো আমি জানতাম না। আমি তো ব্রাহ্মন খুইঁজা পাই না।"
(চতুর্থ মোহান্ত মহারাজের ডায়েরি হতে উদ্ধৃত।)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন