শ্রী
শ্রী ঠাকুরকে তাঁহার জ্যেষ্ঠ ভ্রাতার সম্পর্কে ছোট এক নাতি প্রশ্ন
করিয়াছিল, "দাদু, লোকে তোমায় সাধু বলে, তুমি কিরকম সাধু? গায়ে গেরুয়া নাই,
মাথায় জটা নাই?'
পৌত্রের কথা শুনিয়া শ্রী শ্রী ঠাকুর হাসিয়া উত্তর দিয়াছিলেন, "আমার ভেকও নাই, ভিক্ষাও নাই।"
~ ছন্নাবতার শ্রী শ্রী রাম ঠাকুর (পৃষ্ঠা ১৩৮)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন