সিন্নিদানের
অর্থ "ভাগ" বা "দ্বন্দ" ত্যাগ। অর্থাৎ আপন-পর, ভালমন্দ, শত্রুমিত্র
ইত্যাদিতে সমজ্ঞান হইলেই সত্যাশ্রয়ী হওয়া যায়। সুতরাং সত্যনারায়নের পূজা
শেষে আমাদের একটু ভেবে দেখতে হবে যে, আমাদের হৃদয়ের ভেদবুদ্ধি বা দ্বন্দ,
অভিমান বা কর্তৃত্ববুদ্ধি কতটুকু দূরীভূত হলো। আমি কি পেরেছি
জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে আপন করে নিতে?
~ শ্রীশ্রী সত্যনারায়নের পাঁচালি আস্বাদন।
ডঃ শ্রী পুলিন রঞ্জন দাস
~ শ্রীশ্রী সত্যনারায়নের পাঁচালি আস্বাদন।
ডঃ শ্রী পুলিন রঞ্জন দাস
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন