প্রকট লীলায় দেখা গিয়াছে রামঠাকুর মহাশয়ের নিজস্ব কোন কিছুর প্রয়োজনই
ছিল না। আশ্রম থাকা সত্বেও তিনি আশ্রমবাস করেন নাই। অধুনা বাংলাদেশে
চট্টগ্রামের পাহাড়তলিতে তাঁহারই নির্ব্বাচিত স্থানে কৈবল্যধাম আশ্রম
প্রতিষ্ঠিত হয় ১৯৩০ সালের প্রায় মাঝামাঝি সময়ে।
আশ্রমবাসে অনিচ্ছার কথা প্রকাশ করিয়া ঠাকুর মহাশয় সকল ভক্তদের নিরাশ করিলেন। কেবল মাত্র তিন রাত্রি যাপন করিয়াছিলেন শ্রীকৈবল্যধাম আশ্রম প্রতিষ্ঠার কয়েকমাস পরে। কলিকাতা সংলগ্ন যাদবপুর আশ্রমে তিনি প্রবেশই করেন নাই। তাঁহার আশ্রিত ভক্তদের প্রায়শঃই বলিতেন তিনি, "আশ্রমতো আমার হয় নাই, আপনাদের ঘরইত আমার আশ্রম।"
আশ্রমবাসে অনিচ্ছার কথা প্রকাশ করিয়া ঠাকুর মহাশয় সকল ভক্তদের নিরাশ করিলেন। কেবল মাত্র তিন রাত্রি যাপন করিয়াছিলেন শ্রীকৈবল্যধাম আশ্রম প্রতিষ্ঠার কয়েকমাস পরে। কলিকাতা সংলগ্ন যাদবপুর আশ্রমে তিনি প্রবেশই করেন নাই। তাঁহার আশ্রিত ভক্তদের প্রায়শঃই বলিতেন তিনি, "আশ্রমতো আমার হয় নাই, আপনাদের ঘরইত আমার আশ্রম।"
ছন্নাবতার শ্রীশ্রী রামঠাকুর
সদানন্দ চক্রবর্তী
পৃষ্ঠা: ৩৯০
সদানন্দ চক্রবর্তী
পৃষ্ঠা: ৩৯০
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন