শনিবার, ১১ জুলাই, ২০১৫

এদিকে আমার বিবাহের কিছুদিনের মধ্যেই আমি আমার স্ত্রীকে নিয়ে কালিঘাটে ডাঃ অনন্ত সেনের বাড়িতে যাই। সেই দিনই ঠাকুর কৃপা করে আমার স্ত্রী কমলাকে 'নাম' দেন।
হঠাত একজন ভক্তিমতী মহিলা ঠাকুরকে বললেন, 'মনোরঞ্জনের স্ত্রীর গায়ের রং ত শ্যামবর্ণ, ঠাকুর আপনি এখানে বিবাহ স্থির করলেন?'
উত্তরে ঠাকুর বললেন, 'মা কালী যে কালো তাঁকে কি আপনারা ভক্তি করেন না? পূজা দেন না?'
ঠাকুরের এমন তাত্পর্য্যপূর্ণ উত্তরটি পেয়ে সেই মহিলা ও অন্যান্যরা স্তব্ধ হয়ে গেলেন। আর প্রত্যুত্তর করলেন না।
~ কৃপাসিন্ধু রামঠাকুর। শ্রী মনোরঞ্জন মুখোপাধ্যায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন