একদিন
ঠাকুর আমার নিকট হইতে একখানা গোলাকার বৃত্ত আঁকিয়া তাহার মধ্যস্থলে একটি
বিন্দু বসাইলেন। পরে কাগজখানা আমার সম্মুখে ধরিয়া বলিলেন: "এই যে বৃত্তটি
দেখিতেছেন ইহাই সীমাবদ্ধ মন, বুদ্ধি, ইন্দ্রিয়াদির অধিকারের পরিধি, আর
আপনাকে যাহা দেওয়া হইয়াছে তাহা হইল এই বিন্দুটি। এই বিন্দুটির আয়তন যতই
বাড়িবে, উহাদের অধিকারের পরিধি আপনিই সঙ্কুচিত হইতে থাকিবে। আপনি এই
বিন্দুটির সেবা পরিচর্য্যা লইয়াই থাকেন, উহাদের সহিত মিত্রতাও করিবেন না,
উহাদের বিরোধিতাও করিবেন না।"
রাম ঠাকুরের কথা
ডঃ ইন্দুভূষণ বন্দ্যোপাধ্যায়
পৃষ্ঠা: ১৭৮
রাম ঠাকুরের কথা
ডঃ ইন্দুভূষণ বন্দ্যোপাধ্যায়
পৃষ্ঠা: ১৭৮
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন