ঠাকুর
একবার আমাকে উপদেশ ছলে বলেছিলেন, 'মায়ের আশীর্বাদে সন্তানের মঙ্গল হয়।' এই
আদেশ বাণী শোনার পর আমার মা যতদিন জীবিত ছিলেন, ততদিন পর্যন্ত বাইরে যাবার
সময় মাকে প্রদক্ষিন ও প্রনাম করে বাইরে যেতাম। মায়ের প্রতি শ্রদ্ধা নিবেদন
করে আমি মানসিক শান্তিলাভ করেছিলাম। এ বিশ্বাস আমার মনে দৃঢ় হয়ে আছে যে,
কোন সন্তান যদি মায়ের প্রতি শ্রদ্ধাশীল হয় এবং মায়ের স্নেহ ভালবাসা
পরিপূর্ণরূপে লাভ করে, সে তার ইহজীবনে মানসিক শান্তিলাভ করবেই। শ্রীশ্রী
ঠাকুরও তাঁর মায়ের প্রতি খুবই শ্রদ্ধাশীল ও কর্তব্যপরায়ণ ছিলেন। স্বহস্তে
মায়ের সেবা করতেন। ঠাকুর একবার আমার মা'কে বলেছিলেন,- 'আপনার প্রসাদ
মনোরঞ্জনের জন্য রাইখা দিবেন। মা'র প্রসাদে সন্তানের আয়ুঃ বৃদ্ধি হয়।'
কৃপাসিন্ধু রামঠাকুর
শ্রী মনোরঞ্জন মুখোপাধ্যায়
পৃষ্ঠা: ১৩
কৃপাসিন্ধু রামঠাকুর
শ্রী মনোরঞ্জন মুখোপাধ্যায়
পৃষ্ঠা: ১৩
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন