রবিবার, ৯ আগস্ট, ২০১৫


ঠাকুরমশাই চৌমুহনীর বাড়িতে আছেন। বহু লোক ঠাকুর মশাইয়ের কাছে 'নাম' পাওয়ার জন্য এসেছেন। যথাসময়ে 'নাম' পাওয়ার পর ঠাকুরমশাই সবাইকে বললেন, আপনারা উপেনবাবুর বাড়িতেই প্রসাদ পেয়ে যাবেন। নামপ্রার্থীদের মধ্যে একজন ব্রাহ্মন দম্পতি ছিলেন। তাঁরা রান্নাঘরে গিয়ে দেখেন কোন ব্রাহ্মন ঠাকুরকে দিয়ে রান্না করানোর পরিবর্তে আমার মা নিজেই ভক্তদের জন্য রান্না করছেন। এতে তাঁরা খুব অস্বস্তিতে পড়লেন। ব্রাহ্মন হয়ে সাহার হাতের রান্না খাবেন? কিছুক্ষণ পর মাকে বললেন, একটা স্টোভ দিতে, ওনাদের রান্না ওনারা নিজেরাই করে নেবেন। মা স্টোভ দিতেই ওনারা সবে মাত্র ভাতের হাঁড়ি চাপাতে উদ্যত হয়েছেন এমন সময় ঠাকুরমশাই রান্নাঘরে এসে দুই হাত প্রসারিত করে রান্নাঘরের দরজার দুপাশের পাল্লায় হাত রেখে বললেন, এখানে যাই খাবেন, সবই প্রসাদ, এমন কি মাছ মাংস খেলে সেটাও প্রসাদ। এরপর ব্রাহ্মন দম্পতির অবস্থা সহজেই অনুমেয়। [এই ঘটনাটি আমার বড় ভাই শ্রীবিমলেন্দু বিকাশ সাহার কাছে থেকে সংগৃহীত।]

কিছু কথা
"শবরী"
শ্রীমতী রঞ্জু সাহা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন