বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০১৫



একদিন শ্রীসন্তোষ মোহন দত্তের(তিব্বত সপ ফেক্টরীর মালীক বনমালিপুর, আগরতলা) সহধর্মিনী ঠাকুর ঘরে উত্তরমুখী হয়ে পূজা করছিলেন। ঐ সময় তাঁর পেছনে দাঁড়িয়ে একজন বলল, "মা! গাঙ্গাইল রোডের নিকট আজ শ্রীশ্রী সত্যনারায়ণ পূজা হইব। আপনারা যাইবেন।" কিছুক্ষণ পরে ঐ পূজারিনী পেছন ফিরে তাকিয়ে দেখেন- ফতোয়া গায়ে ৮০/৮৫ বত্সরের এক বৃদ্ধ লাগোয়া রাস্তা অতিক্রম করে আই. কে রায়ের বাড়ীতে প্রবেশ করলেন। পরে তিনি জানতে পারলেন যে আই.কে রায়ের স্ত্রী পারুল বালা রায়কেও শ্রীশ্রী সত্যনারায়ণ পূজার নিমন্ত্রণ করে ঐ বৃদ্ধ দ্রুত গতিতে অদৃশ্য হয়ে গেলেন। পরবর্তী সময়ে দু-গিন্নির মধ্যে ঐ বুড়ো নিয়ে আলাপ হল। তাঁরা কেহই ঐ বুড়োকে জানেন না। তাঁরা উপলব্ধি করল যে চাল-চলনে ও পোষাকে ঐ বুড়ো শ্রীশ্রী রামঠাকুর। তাঁরা আক্ষেপ করে বলেন, "আমরা শ্রীশ্রী রামঠাকুরকে পেয়েও হারালাম।"
শ্রীশ্রী রামঠাকুর তাঁর উত্সবাদির খবর জনগনকে জানিয়ে দেন। তিনি প্রয়োজনে আলো-ছায়ায় দেখা দেন। তিনি বলেন, "ভগবানের প্রচার ভগবান করেন।" বাস্তবে দেখা গেছে লৌকিক প্রচার মাধ্যমে শ্রীশ্রী রামঠাকুরের উত্সবাদির খবর ব্যর্থ হয়।



শ্রীশ্রী রামঠাকুরের অলৌকিক কার্যকলাপ।
প্রথম খণ্ড
পৃষ্ঠা: ১৫
শ্রী হরেকৃষ্ণ পাল, আগরতলা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন