ঠাকুরকে একবার জিগগেস করেছিলাম, নানা বৈষয়িক কার্যে লিপ্ত থাকার জন্য একাগ্রচিত্তে 'নাম' করিতে পারি না - কি উপায়?
- 'আপনে আপিসে যে কাজ করেন, সংসারের জন্য যে কাজ করত্যাছেন, যাকে বৈষয়িক কাজ বলত্যাছেন, এসব কার কাজ? সেইটাও তাঁরই কাজ। সংসার তিনিই সৃষ্টি করছেন, সংসারের কাজগুলিও তা তাঁরই। সব কাজের মধ্য দিয়ে 'তাঁর' চিন্তা করলেই, 'তাঁর' নিকট হইতে নিকটতর হওয়া যায়।' প্রত্যুত্তরে ঠাকুর বললেন।
~ কৃপাসিন্ধু রামঠাকুর। শ্রী মনোরঞ্জন মুখোপাধ্যায়।
- 'আপনে আপিসে যে কাজ করেন, সংসারের জন্য যে কাজ করত্যাছেন, যাকে বৈষয়িক কাজ বলত্যাছেন, এসব কার কাজ? সেইটাও তাঁরই কাজ। সংসার তিনিই সৃষ্টি করছেন, সংসারের কাজগুলিও তা তাঁরই। সব কাজের মধ্য দিয়ে 'তাঁর' চিন্তা করলেই, 'তাঁর' নিকট হইতে নিকটতর হওয়া যায়।' প্রত্যুত্তরে ঠাকুর বললেন।
~ কৃপাসিন্ধু রামঠাকুর। শ্রী মনোরঞ্জন মুখোপাধ্যায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন