দীক্ষা
নেওয়ার পর নিরামিষ আহার আরম্ভ করিয়াছিলাম। আমার স্ত্রী ঠাকুরকে জানালেন যে
আমি নিরামিষ খাইতেছি! ঠাকুর আমাকে জিজ্ঞাসা করিলেন "নিরামিষ খান কেন?
বলিলাম "রজঃগুন বৃদ্ধি হয় বলিয়া।" তিনি বলিলেন "শাকেও রজঃগুন বৃদ্ধি হয়,
জোর করিয়া কাহাকেও তাড়াইতে হয় না, যার যখন সময় হইব নিজেই ছাইড়া যাইব।"
বাস্তবিক মাংসটা ছাড়িয়া গিয়াছে, ইহা বলা যায় দাঁত নাই বলিয়া। কিন্তু মাছ
যখন খাইতেছি ডিমের পোচ খাইতে কোনও অসুবিধা হইতে পারে না। কিন্তু ডিম খাওয়ার
ইচ্ছাই হয় না।
~ শ্রীশ্রীরামচন্দ্র স্মৃতি কথা। রাজেন্দ্র লাল বন্দ্যোপাধ্যায়।
~ শ্রীশ্রীরামচন্দ্র স্মৃতি কথা। রাজেন্দ্র লাল বন্দ্যোপাধ্যায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন