ডক্টর গোপীনাথ কবিরাজ মশাইয়ের উক্তি, "তিনি সর্ব্বভুতে সত্যই ভগবৎ দর্শন
করিতেন -" এমনি বহু ঘটনার একটি হল, রামঠাকুর তখন কলকাতায়, এক ভক্তের বাড়িতে
আছেন। দলে দলে দর্শনার্থী আসছেন তাঁকে প্রনাম করতে। খবর পেয়ে কয়েক জন
মহিলা আসেন রামঠাকুরকে প্রনাম করতে। গৃহস্বামী তো সেই মহিলাদের কিছুতেই
ঠাকুরের কাছে যেতে দেবেন না, তাঁদের অপরাধ তাঁরা সামাজিক দৃষ্টিতে পতিতা।
রামঠাকুর তো পতিত পাবন, ঐ মহিলাদের কথা তাঁর কানে যেতেই বলেন, -"আমি অন্ধ,
আমি তো চোখে দেখিনা - ছোট বড়, পতিত অপতিত, সাধু অসাধু কিছুই দেখিনা।
তারা যখন আসতে চায় তখন আসিতে দিতে আপত্তি কি?" - ঠাকুরের এই কথায়,
গৃহস্বামী ঐ মহিলাদের ঠাকুরের কাছে নিয়ে আসেন ও দূর থেকে নমস্কার করতে
বলেন, মহিলারা রামঠাকুরের শ্রীচরণে নিবেদন করার জন্য কিছু ফুল এনেছিলেন,
দূর থেকেই তাঁরা ঐ ফুল ছুড়ে দিতে আরম্ভ করলেন, পরম দয়াল রামঠাকুর ঐ ফুল
তুলে মহিলাদের মাথায় দিলেন, মাথায় হাত দিয়ে আশীর্ব্বাদ করলেন। আর ঐ মহিলারা
আনন্দে আত্মহারা হয়ে চোখের জল মুছতে মুছতে ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে
গেলেন। এই ঘটনায় ভক্তেরা এক নূতন শিক্ষা লাভ করলেন।
রাম ঠাকুর এর গুরুদেব শ্রী অনঙ্গদেব সম্পর্কে কিছু বলতে পারেন দাদা? আমি এইসব মহাপুরুষদের নিয়ে একপ্রকার রিসার্চে আছি বলা যায় - এনাদের সম্পর্কে জানা আর ভাবাই মানুষের একমাত্র অভীষ্ট।
উত্তরমুছুন