শনিবার, ১১ জুলাই, ২০১৫

কবি নবীন চন্দ্র সেন লিখেছেন।....
"...পরসেবায় তাহার পরমানন্দ। জেলখানার ইটখোলার গৃহে পাবলিক উওয়ার্কস প্রভুদের বারাঙ্গনা গণ কখন পালে পালে উপস্থিত হয়। কিন্তু রাম ঠাকুর তাহাদের ঘৃনা করা দূরে থাকুক, বরং সন্তোষের সহিত নিজে রাঁধিয়া তাহাদের অতি যত্নে আহার করায় এবং মাতাল হইয়া পড়িলে তাহাদের আপন মাতা কি ভগিনীর মত শুশ্রুষা করে।...."

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন