১৯০৯-১৯১০ খ্রিষ্টাব্দে , মহেন্দ্র চক্রবর্তী মশাই (ঠাকুরের
ভ্রাতুষ্পুত্র) তখন ঢাকাতে সামান্য মাইনের চাকরি করেন, খুব ছোট ঘরে থাকেন।
হঠাত একদিন রামঠাকুর এসে উপস্থিত হলেন তাঁর ঐ ছোট ঘরে - সাথে নিয়ে এসেছেন
একখানা মাত্র কাপড় আর একটা ঘটিতে সামান্য তিলের শাঁস। বেশ কিছু দিন
মহেন্দ্র চক্রবর্তী মশাইয়ের ছোট ঘরেই কাটিয়ে দিলেন তাঁর "সোনা কাকা।" দিনে
কোথায় যেতেন, কি করতেন, তা ছিল মহেন্দ্র বাবুর অজানা, তবে রাত্রে তাঁর
বিছানাতেই ঠাকুর শুতেন। এই সময় তিনি মহেন্দ্র চক্রবর্তী মশাইকে সংসার
জীবনে অবশ্যই পালনীয় সরল ক'টি উপদেশ দিয়েছিলেন তা হল...
"সর্বদা সত্যপথে থাকিয়া সংসার আশ্রমের কাজগুলি যথাযথভাবে সম্পন্ন করিবে- ইহাই সংসারীর তপস্যা। কাজ কখন ফেলিয়া রাখিবে না। যখন যে কাজ করা আবশ্যক তখনই তাহা করিবে। চাকরি ক্ষেত্রে উপরওয়ালার অনুগত হইয়া চলিবে। সাধ্যমত নিজ কর্তব্য করিবে, সুখে-দুঃখেই মানুষের জীবন চলে, তাহাতে বিচলিত হইবে না..."
"সর্বদা সত্যপথে থাকিয়া সংসার আশ্রমের কাজগুলি যথাযথভাবে সম্পন্ন করিবে- ইহাই সংসারীর তপস্যা। কাজ কখন ফেলিয়া রাখিবে না। যখন যে কাজ করা আবশ্যক তখনই তাহা করিবে। চাকরি ক্ষেত্রে উপরওয়ালার অনুগত হইয়া চলিবে। সাধ্যমত নিজ কর্তব্য করিবে, সুখে-দুঃখেই মানুষের জীবন চলে, তাহাতে বিচলিত হইবে না..."
শ্রীশ্রী ঠাকুরের এই উপদেশ শুধু মহেন্দ্র বাবুর জন্যই নয়, আমাদের সকলের জন্য সমান প্রযোজ্য।
(শ্রীযুক্ত মহেন্দ্র চক্রবর্তী রচিত "শ্রীশ্রী রামঠাকুরের জীবন কথা" অবলম্বনে।)
(শ্রীযুক্ত মহেন্দ্র চক্রবর্তী রচিত "শ্রীশ্রী রামঠাকুরের জীবন কথা" অবলম্বনে।)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন