রবিবার, ২ আগস্ট, ২০১৫


 চিত্রপট নিয়ে ঠাকুরের বাণী

 বাংলাদেশের বিক্রমপুরের রাজবংশধর জগন্নাথ রায়কে ঠাকুর বলেছিলেন নিজেরই চিত্রপট দেখিয়ে-"কেন আইছেন কষ্ট কইরা। আমি ত আপনার ওইখানে আছিই।" চিত্রপট নিয়ে যতীশ চন্দ্র সরকার বলেছেন ঠাকুরের বাণী -"চিত্রপট কথা কয় কয়াইলে।" আবার ঠাকুর চিত্রপট বসানো নিয়ে বলেছেন-
*"ওই ত চিলা কোঠায় ফালাইয়া থইছেন। সারাদিন কারো মুখ দেখনের উপায় নাই।"
*"চিত্রপটের আবার গরম লাগবে কেন? ওটা ত কথা কয় না?"
*"চিত্রপটকে একটা নিমক দানিতে একটু চিনি ও ওষুধ খাওনের টাই গ্লাসে একটু জল দিলেই ত হইয়া গেল গুরু সেবা?"
*"হ রাখছেন না? খুব ভালো জায়গায় থইছেন যত্ন কইরা চিত্রপটরে? আলো বাতাস ডুকনের উপায় নাই। অন্ধকার একটা ছোট্ট কোঠায় মালখানায় চিত্রপট।"

প্রানের ঠাকুর সবার মাঝে তাঁর চিত্রপটের অধিষ্টান চান। যাতে সবাই তাঁকে চলাফেরায় সর্বত্র দেখতে পান আবার তিনিও সর্বদা আশ্রিতদের দিকে দৃষ্টি রাখতে পারেন। তাই ঠাকুরকে আলাদা মন্দির করে, বাড়ির চিলে কোঠায় উঠিয়ে রাখার কোনো যুক্তি নাই। তাই তিনি সর্বদাই আশ্রিতদের চোখের সামনেই থাকতে চান।

পরমেষ্ঠী গুরু শ্রীশ্রী রামঠাকুর
ডঃ প্রশান্ত কুমার ভট্টাচার্য
পৃষ্ঠা: ৪৯১

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন