মঙ্গলবার, ১১ আগস্ট, ২০১৫


ঠাকুরমশাই চৌমুহনীর বাংলোতেই আছেন। বাবা একদিন সিগারেট খেতে খেতে বাংলোতে আসছিলেন, গাঙ্গুলী মাসিমা ঐ প্রধান ফটকের সামনেই দাঁড়িয়েছিলেন।বাবাকে ঐ ভাবে সিগারেট হাতে আসতে দেখে তিনি খুব নিচু স্বরে বাবাকে বলেছিলেন, "উপেনদা, ঠাকুরমশাই বাংলোতে আছেন, আর আপনি কিনা সিগারেট খেতে খেতে ঠাকুরমশাইয়ের সঙ্গে দেখা করতে এলেন?" এই কথা শোনা মাত্র বাবা হাত থেকে সিগারেট ফেলে দিলেন এবং দুই গুরু ভ্রাতা-ভগিনী ঠাকুরমশাইয়ের সঙ্গে দেখা করতে বাংলোর ভিতরে এলেন। কিন্তু কোথায় ঠাকুরমশাই? কিছুক্ষণ খোঁজাখুঁজির পর দেখা গেল ঠাকুরমশাই বাগানে বসে কি যেন করছেন। গাঙ্গুলী মাসিমা ডেকে জিজ্ঞেস করলেন, এই সন্ধ্যাবেলা বাগানে বসে কি করছেন? ভক্তবত্সল শ্রীশ্রী রামঠাকুরের উত্তর- "উপেনবাবু তামাক খেতে বড় ভালবাসেন, তাই একটা তামাক গাছ লাগাচ্ছি।"

কিছু কথা
"শবরী"
শ্রীমতী রঞ্জু সাহা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন