
আমি বলিলাম, "ঠাকুরমশায়, কান ঘুরাইয়া নাক না দেখাইয়া সোজাসুজি বলিলেই হয়, আমারও কি তাহাই করিতে হইবে?" তিনি মাথা নাড়িয়া বলিলেন, "হাঁ।" আমি বলিলাম,"কি ভোগ দিব? সকালে খাই চা, কখনও ডিমের অমলেট, কখনও বা চপ কাটলেট।" ঠাকুর বলিলেন, "আপনি সকালে যাহা খান তাহাই ভোগ দিবেন।"
শ্রীগুরু শ্রীশ্রী রামঠাকুর
শ্রীরোহিনী কুমার মজুমদার
পৃষ্ঠা: ১৬৭
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন