ঠাকুরের সিগারেট খাওয়া
একবার ঠাকুরের ইচ্ছা হল সিগারেট খাওয়ার। একের পর এক সিগারেট ধরাচ্ছেন এবং খেয়ে চলেছেন। একটা শেষ হয় তো আরেকটা ধরান আর সিগারেটের খুব প্রশংসা করে চলেছেন। এটির ধোঁয়া গিলতে নেই। সিগারেটের ধোঁয়ায় দাঁত ভালো থাকে, মুখ পরিষ্কার থাকে এসব বলতে বলতে করে চলেছেন সিগারেট পান। এমন সময় এক গেরুয়া পরা সন্ন্যাসী শ্রীশ্রী ঠাকুরের সামনে এসে উপস্থিত। ঠাকুর সব্যস্তে সিগারেট নিভিয়ে গেরুয়াধারীকে বন্দনা করে প্রনাম করলেন। পরিবেষ্টিত শিষ্যরা বিস্ময়ে সব দেখছিল। ভাবছিল একী! ঠাকুর প্রনাম করছেন যাকে, তিনি কত কত বড় মহাপুরুষ? ততক্ষণে গেরুয়াধারী হাঁটতে শুরু করেছেন।
পরমেষ্ঠী গুরু শ্রীশ্রী রামঠাকুর
ডঃ প্রশান্ত কুমার ভট্টাচার্য
পৃষ্ঠা: ২২৪
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন