শুক্রবার, ৭ আগস্ট, ২০১৫



"মা ভক্তদের ধর্ম্মোপদেশ দিচ্ছিলেন এমন সময় ভক্তদের সাথে শ্রীশ্রী রাম ঠাকুরও মঞ্চে প্রবেশ করেন। ঠাকুরকে দেখে হঠাত করে মা বলতে শুরু করেন, "ঐ আমার বাবা আসছেন আপনারা সকলে বাবাকে প্রনাম করেন।" শত শত ভক্ত ঢুকছে আলাদা করে কে বাবা কারো বুঝবার উপায় ছিল না। সকলে মাকে প্রনাম করছে রামঠাকুরও মাকে প্রনাম করে হাত জোড় করে বসে আছে। ঠাকুরের আশ্রিতদেরও একই অবস্থা। ভক্তরা ঠাকুর কে জিজ্ঞাসা করলেন। আপনার থেকে বয়সে এত ছোট তাঁকে আপনি প্রনাম করলেন কেন? উত্তরে ঠাকুর বললেন আমি সাক্ষাৎ ভগবতীকে প্রনাম করেছি। মায়ের ভক্তরা মাকে প্রশ্ন করলেন ঠাকুর আপনাকে প্রনাম করেছে অথচ আপনি সকলকে হাত তুলে আশীর্ব্বাদ করেছেন ওনাকে আশীর্ব্বাদ করলেন না কেন? উত্তরে মা বললেন, ''আমি যে ওনার চরণেই পড়ে আছি।"


ছবিতে রামঠাকুর (২য় খণ্ড)
শ্রী মহানন্দ দাশ
পৃষ্ঠা: ৩২

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন