রবিবার, ৯ আগস্ট, ২০১৫


ঠাকুরমশাই যখন চৌমুহনীর বাড়িতে আসতেন তখন সাদা ধবধবে চাদর পাতা একটা খাটের উপর বসতেন, আর ভক্তমন্ডলি রঙ্গিন শতরঞ্চি পেতে নিচে বসতেন। ভক্তরা তাঁদের প্রিয় খাবার ও ফল ঠাকুরমশায়ের জন্য আনতেন। আমি ও ছোট ভাই বাচ্চু দরজার পাশে দাঁড়িয়ে দেখতাম।যখন কোন লোভনীয় ফল দেখতে পেতাম, আমরা ঠাকুরমশায়ের কাছে গিয়ে টুক করে প্রনাম করে হাত বাড়িয়ে দিতাম। ঠাকুর মশাইও হাসিমুখে নির্দিষ্ট ফল আমাদের হাতে তুলে দিতেন। একদিন বাবা ভেতর বাড়িতে এসে মাকে বললেন, "ভক্তরা কত আশা করে ঠাকুরমশায়ের জন্য ফল মিষ্টি নিয়ে আসেন, তিনি যদি একটু দয়া করে গ্রহণ করেন। কিন্তু ঠাকুরমশায় তা গ্রহণ না করে আমার ছেলেমেয়ের হাতে তুলে দিচ্ছেন। এতে তারা মনে কষ্ট পায়।" এই বলে একটি টেবিলের পায়ার সঙ্গে আমাকে ও বাচ্চুকে গামছা দিয়ে বেঁধে রাখলেন। বাইরে বাড়িতে বসা ভক্তরা কেউই কিছু টের পেলেন না। কিছুক্ষণ পর বাবা ভালো মানুষের মত ঠাকুরমশায়ের কাছে গিয়ে বসতেই তিনি বলে উঠলেন, "ওদের বাইন্ধ্যা রাখছেন ক্যান, ওদের ছাইরা দেন, ওরা খাইলেই আমার খাওয়া হয়।"
কিছু কথা
"শবরী"
শ্রীমতী রঞ্জু সাহা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন